প্রেম মানে কি??
ভালবাসার কি আছে রঙ?
প্রশ্ন তো হল অনেক,
ব্যাখ্যা দিলেন হাজার কবি,
ঘৃণা মানে কি?
যন্ত্রনার কি আছে রঙ ?
কি আছে বেদনার অতলে??
তাকে জয় করতে কি লাগে?
প্রশ্ন তো চারদিকে ছড়িয়ে,
প্রশ্নের পাহাড়ে ডুবে আছি,
লুকিয়ে থাকার অভিনয় ,
প্রশ্নের উত্তর সবার জানা,
তবু মুখে তালা লাগানোর অভিনয়,
চারদিকে তাকিয়ে দেখি,
তবু দেখিনা কিছু,
ঘটেনি কিছু,
প্রেম মানেই কি বিষাদ?
নাকি সাহারা মরুভূমিতে এক ফোটা জল
প্রশ্ন আছে অনেক,
উত্তরের নাই শেষ,
মতবাদ আছে অনেক,
আছে দ্বিধা ,আছে দ্বন্দ্ব
আছে ভালো,আছে মন্দ।
আছে প্রেম ,
আছে প্রিতি,
আছে রাজনীতি , আছে দুর্নীতি,
আছে কবি, আছে প্রেমের কবিতা,
আছে ডাইরী, আছে কবিতার খাতা ,
আছে ভালবাসা, আছে যাতনা,
আছে প্রেম,আছে বেদনা,
আমাৱ একটা জবাব চাই,
প্রশ্নের ভিরে একটা জবাব,
প্রশ্নকর্তা আছে অনেক,
আছে শব্দের ভান্ডার অনেক।
তবু যেন কিছু নেই,
চারদিকে ছুড়েছি প্রশ্ন,
উত্তরের আশা করে,
সব আঁশা গেছে মরে,
এমন উত্তর যায় নি আজো মরে।
পৃথিবীতে কেন এত প্রশ্ন?
কেন আজো মায়াজালে সব ঘেরা,
কেন ছলনার শিকার আমি তুমি,
কেন মানুষ অর্থের পিছু ছুটে
প্রশ্ন তো অনেক হল,
জানা আছে না বলা কাহিনি,