কত কবিতা দেখেছি পড়েছি।
প্রেম আর ভালবাসার কবিতা।
কত উপন্যাস প্রেমের ।।।
পুরুষের প্রেম ।।
নারীর প্রেম।।
কবির প্রেম ' ডাকাতের প্রেম।।
'
'
সব কিছুতেই দুয়ের নামতা আছে।
আছে দুই গুন দুই চার ।।
বুকের বাম পাশে তুমি
জেগে আছো চোখের নেশা হয়ে।
"
রুপ তোমার চাঁদের মত
আরো আছে কত।।
'
'
শত রকম আছে উপমা।
আছে শত কাব্যিক উপন্যাস।
'
'
বুকে চোখে মুখে ।
তুমি আছো সুখে।
তুমি যেন বুকের বাম পাশ।
"
"
কত কাহিনী ।
বুক ভরা নাকি ভালবাসা থাকে।
কই বুকে তো পেলাম না কিছু।
"
"
এই বুকে তুমি কই?
চোখে তো নেশা ধরে না।
স্বপ্নে তো আসনা।।
"
সব কি মিথ্যা ছিল তবে?
"
আমার কি তুমি?
তুমি আমার কোথায় ?
দেখিনা কেন স্পর্শে?
"
"
তোমার কোথায় আমি?
আমার কিসে বাস তোমার?
তোমার মুখ কি চাঁদের মত গোলাকার?
*
নাকি সফেদ চাঁদের মত?
'
'
কে তুমি?
কোথায় তোমার বাস?
মিথ্যা কবিতা হল অনেক ।
সত্য বল শুনি
"
"