<><<>>>>
চলে আসো এখানে।
যেখানে মাটির গন্ধে
নিজেকে খুজে পাই।
খুজে পাই আপন রক্তের ডিএন এর ইতিহাস।
যে মাটিতে স্পর্শ করেছে আমার অতিত।
আমার অজানা অচেনা ইতিহাস।
আমার বীর যোদ্ধার দল।
'
'
যেখানে তাদের রক্তের ঘ্রাণ পাই।
শুনতে পাই ছেলে হারা মায়ের চিৎকার
যেখানে আছে সবুজের সমাহার।
'
'
এখানেই শুয়ে আছে শহীদ যোদ্ধা।
জননী লাখো বীরের ।
কলম সৈনীক 'নাবিক 'কামার'কৃষক
'
'
এখানেই আমার শৈশবের স্মৃতি।
কত ভালবাসা কত কাহিনী।
এখানে যা পাবে ।
পাবে না তো সেই মহাজগতেও।
পাবে না রাণীর দেশেও।
সেই ব্রিটিশরাও কিছু খুঁজতে এসেছিল।
দুশত বছর শুধু খুজেই গেল।
নিয়ে গেল বহু রত্ন।
চিনিলাম না কেবল আমরাই।
".
"
হতভাগ্য সন্তান মোরা
ভাগ্য জননীকে চিনতে চাই না।
দেখতে চাই না তার মুখ।
'
'
মায়ের চাইতে মাসির দরদ বেশী।
অপরের সংস্কৃতি পেয়ে হয়ে যাই খুশী।
চাই আরো বেশী।
লোভী মন ' লোভী প্রাণ।
রাখিলাম না মায়ের সম্মান
'
'
মায়ের কথা ভাল লাগে না।
রক্ত যে কার কথা বলে।
সেটা আজো শুনলাম না।
'
'
এখানেই আসো।
সুখ খোঁজে পাবে।
যে সুখ নাই কোন শ্যাম দেশে
নাই পশ্চিমের তীরে।
নাই সাদা মানুষের ভীরে।
আছে বাংলার নীরে
"
এখানে যে এসেছে ।
সেই প্রেমে পরেছে।
ভোগ করেছে এই মায়া 'মমতা।
কেউ কেউ ছিনিয়ে নিতে চেয়েছে।
লোভ সামলাতে পারেনি।
একাত্তরের কথা সবাই জানো।
বলার নাই কিছু নতুন করে।
এখনো চারদিকে দাড়িয়ে লোভীরা।
দখল করার চরম আশাঁ তাদের মনে।
শুধু চিনলাম না আমরা
আপন জননীকে বুঝলাম না
'
'
হতভাগা সন্তান বাঙ্গালী জননীর।
'
এই সেই দেশ।
এই সেই ভূমি।
তিতুমীর 'আর হাজী শরীয়তউল্লাহ
নবাব সিরাজের স্বাধীন বাঙলা।
"
'
কত ফিরিঙ্গি এসেছে।
আরব অনারব পারসী ঘোড়ার দল।
চৈনিক কত যুদ্ধা সৈনিক।
দেখেছে এই ভূমি —




কত শত শত নদী চলেছে চরণ চুমি
"
'
কত যে শিল্পি গেয়েছে গান
সুর তুলেছে এক তারা ;গিটারে
হারমুনিয়াম তবলা আর সেতারে
কত কবি লিখেছে কবিতা।
বাঙলার রুপে হয়েছে ফিদা।
"
"
এটাই বাঙলা।
যার রুপে বিশ্ব পাগল।
নবাব থেকে শুরু করে আগ্রার মুঘল
ইংরেজ রাণী ভিকটোরিয়া ।
বা সফেদ বরফের সাইবেরিয়া।







সবাই দেখেছে এই ভূমি
স্নীগ্ধতা দেখে কোমল করেছে মন
মোহিত করেছে তার আখি
ভালবাসার টানে ওরে আসে তাই সাইবেরিয়ান পাখি
'
'
কত যে মধু আছে এই রুপে।
কত যে ভালবাসা।
কত রাজা দেখেছে স্বপ্ন।
ভঙ্গ করেছে সে গরীবের আশাঁ
ছিনিয়ে নিতে বাঙলার নিরব ভালবাসা
এখনো কত মোরল বাধছে ঘাতক আশাঁ
'
'
কবিরাও কবি হল ।
ভাগ্য তাদের বাঙলার রুপ দেখেছিল
এটাই শত জনমের প্রেম।
বুঝেছে যে প্রেমিক সে ।
কবি হয়েছে সে
অমর কবি 'সুরের কবি