============

জাতীয় মাছ ইলিশ, (বাঙালি)  
জানো না কি জিনিস?

দিয়ে দিলে পিয়াজ।।
লাগবেনা সরষে ইলিশে ঝাঁজ
কি করে ভাবলে,দিবো তোমাদের পিয়াজ?

ছি ছোট ভাই,  
তোমরা যে ইলিশ দিলে।
খেতে দিবেনা বুঝি?

( আমরা তোমরা মিলেই তো
বাঙালি
ইলিশ যখন দিলি।।
এখন ভাজা খেতে দাও।
পিয়াজ কেন নিতে চাও বাপু?
আমরা না তোমাদের ডাকি আপু।



ইলিশ খেতে লাগে পিয়াজ।
দেখো দাদা কত ঝাঁজ।

দিবো না,  তোমাদের।
ইলিশ তো খেতে হবে আমাদের।
পিয়াজ ছাড়া খাবো কি?
হাজার হোক,বাংলাদেশি উপহার পেয়েছি।

  

উপহার কি ফেলনা জিনিস।
দাদা ইলিশ উপহার পেয়েছি ইলিশ।




(উত্তরে বাংলাদেশি)



ভালো এবার ইলিশ খাও।
পিয়াজ না পাঠালে,না পাঠাও।
উপহার কেমন লাগলো।।
চিঠি লিখে জানিও,  কাঁটাতারের ফাঁকে।
আমরা দাঁড়িয়ে রইবো।
বি এস এফকে বলে দিয়ো।



ইলিশ কেমন লাগলো।
খবর জানিয়ো বন্ধু।
পিয়াজ না হয় না পেলাম।।
আমরা খিচুড়ি রান্না করবো পিয়াজ ছাড়া।।
ইলিশ ও খেয়ে নিবো,।


  
"রাঁধবো খিচুড়ি
গড়বো দেশ"

এই আমাদের সোনার বাংলাদেশ

খিচুড়ি করবো রান্না।
পিয়াজ কাটার ঝামেলা আর না।

পিয়াজ ছাড়া খিচুড়ি।
দেহের জন্য  দরকারী।



পিয়াজ ইলিশের দ্বন্দ্ব।
ভুলে যাবো আমি নন্দ।

  

বি দ্রঃ এটা একটা  কথোপকথন, । আশা করি বুঝা গেছে। আমি কবি নই। লেখার চেষ্টা করি।