তোমার ওষ্ঠ আমার জাগিয়ে তোলে
মোর স্পর্শ,
আর আমি রাত্রি জাগি তোমার সুখে।
তোমার আদর মাখা স্পর্শ আমার বুকে।



আমার পাপ, তোমার অনুতাপ।
ভাবনাতে তুমি জাগাও নষ্ট সুখ।
তোমার ঠোঁটের স্পর্শে কেপে উঠে বুক।
আমি খুঁজে পাই হাজার বছরের অজানা সুখ।
আমার নিঃশ্বাসে গেথে আছে তোমার বুক।



আমি তোমাকে দেখি।
তুমি রাতের পাখি,
অজানা ছন্দ আমাকে ঘিরে ধরে।
আমি তোমার মাঝে যাবো মরে।



আমি তোমাকে দেখেছি,
প্রেম নিয়ে নয়,
নারী রূপে দেবী রূপে।


আমি তোমাকে দেখেছিলাম তোমার আলয়ে।
তোমার প্রেমে আমি হাড়িয়েছিলাম আপনারে।
পবিত্র প্রেমে নষ্ট অনুভূতি জেগেছিলো মনে।
বারবার তোমার তোমার ছবি ভাসে মনে।


আমি প্রেম চেয়েছি।
তোমার ঠোঁটে ঠোঁট রেখেছি।
তোমার মনে মন রেখেছি।
পাপ করিনি, ভুল করিনি।


আমি তোমার দেহে পাপিষ্ঠ হাত দেখেছি।
দেখেছি নষ্ট প্রেমিকের হাত।
আমিও প্রেমিক হতে চাই না।
তাই ভালোবেসে লোভী হতে চাইনা,
তোমার দেহের লোভ আমার নাই।


আমি নষ্ট প্রেম চাষ করি।
প্রাণে প্রাণ লাগাই।
আমি নষ্ট প্রেমিক।
তোমার ঠোঁটের স্বাদ নেই।


বিষাদময় দিন কাটে তোমাকে দেখে।
আমি জেগে উঠি তোমার আদর মেখে।
নষ্ট চাওয়া জেগে উঠে আমার বুকে।