নীল পরী
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
*************
রূপের পরী
একটি শ্বাস।
তার সুবাস,
চোখের পলকে,
তার নশ্বরতা,
আবেগ ও
তার প্রলাপ।
... আর এখানে আমার মন অশান্ত হয়
সবচেয়ে কুটিল সময়ের মধ্যে
মোক্ষম চাওয়া আর প্রেমে।
আমার মনে,
তার
ধাঁধা.
আমার প্রেমে সিক্ত চোখ,
অস্থির সময়ের ফ্রেমে বাধা।
ওখানে
আকাশের সংকীর্ণ গলি
এমনকি একটা কল্পনার পথ।
চারদিকে মায়ার খেলা।
যা ছোয়া যায় না।
একটি কল্পিত মহল ।
এবং ইতোমধ্যে একটি নিসর্গ সুখ।
নান্দনিক
আজগুবি চিন্তা
নিসর্গের মাঝে যা হয়।
আত্মার স্পর্শের মধ্যে.
যে চিন্তারা খেলা করে।
সুতরাং
এই সময়ে
অপসৃত করে
ছুটিয়া পলাইয়া যাইবার চেষ্টা করে
নীল পরীর কাছে যাইবার আকুলতা।
ইহা একটা স্বপ্নের বাস্তবতা ।
মোহ
পারাপারের
উপর
অনুর্বর
ঝিলিমিলি বিভ্রম খচিত ভাবনা
উন্মাদনা।
... এই সময় আমার অন্তরে
সেখানে প্রবাহিত এক কল্পনা।
নীল পরীর মতই ।
... এটা সেই মাধকতার ইএক স্বপ্ন।
আমার সবচেয়ে দুর্বোধ্য চাওয়া
উজ্জ্বল
চকচকে
তাঁর তীরের আহবান।
সৃষ্টি করে এক নতুন উন্মাদনা।
এবং এখন অস্পষ্ট রাত্রিকে মুছে
...একটি দিনের প্রবর্তন।
একটি প্রজাপতির অনুরূপে
ভালোবাসার যে নক্ষত্র মনে গেথেছে।
এখন
আমি ক্ষুদ্র অলংকার
জনতার অনুপ্রেরণা
সব একাকার করে।
একটা মিথ্যা আশা
ধারণাতীত মোহ. নিয়ে।
আমি ভাবছি কেন?
আমার বাস্তবতা ভাবা উচিত
ভাগ্য অধ্যাত্মিক প্রহেলিকা
গানের মাঝে সমাহিত করা
সময় এর বলিরেখার মধ্যে উঠানামা স্মৃতি।
প্রতিটি নতুন ভোর।
পাগল মন কল্পনার মত
পাগলামী চিন্তাতে ব্যস্ত থাকে