নারী তুমি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন -


********


নারী তুমি প্রেমে,
নারী তুমি মনে,
নারী তুমি বিরহের ছন্দে,
নারী তুমি কবিতায়,
নারী তুমি প্রেমিকের বেদনায়,
নারী তুমি ছলনায়,
নারী তুমি প্রেমের ভাবধারায়,।



নারী তুমি দেবী,
নারী তুমি মাতৃ রূপে,
তুমি জান্নাত সন্তানের তরে,
নারী তুমি সৌন্দর্য নিয়েছ সব,
চারদিকে শুধু তোমারি কলরব,।


তোমার প্রেমে বিশ্ব শান্ত,
প্রেমিকের মন আজ অশান্ত,
শুধু একটু ভালবাসার লাগি,
নারী তুমি কামনায়,
নারী তুমি প্রেমের বাসনায়,
নারী তুমি আপন লজ্জায়,
দিয়েছ প্রেম ভালবাসার মুগ্ধতায়
আপন স্পর্শের ছোঁয়ায়,
যৌবনের জাদুর ছোঁয়ায়,
নারী তুমি কবির তৃষ্ণায়।



নারী তুমি স্বর্গ এনেছ ধরাতে,
এনেছ পাপ করে নরকের স্পর্শ,
নারী তুমি পাপ শিখিয়ে,
ছলনার মায়ার ঝালে রেখেছ ভুলিয়ে
নারী তুমি ললনা,
প্রেম শিখিয়ে করেছ ছলনা,
কেন প্রেম শেখালে বলনা?



নারী তুমি ছন্দ,
নারী তুমি সুর,
নারী তুমি প্রাণের স্বাদে মধুর,
নারী তুমি সিক্ত কামনায়,,
নারী তুমি ছলনাময়ী তিক্ত,
নারী তুমি প্রেমে, বেদনায়,
নারী তুমি এ পৃথিবীর অহংকার,,
নারী তুমি মন কেড়েছ সবার,
নারী তুমি এ পৃথিবীর তরে,
দিয়েছ যা মন প্রাণ উজাড় করে
তা কি কেও পারে?



জিজ্ঞাসে  দেখো মানবেরে, ফেরেশতারে ,
তোমার সমান কে হতে পারে।
নারী তুমি জীবনে দিয়েছ সুর,
পৃথিবীকে করেছ মধুর,
নারী তুমি কবিতার ভাষা,
কবির একটা কবিতার আশা,
কবিকে দিলে ছন্দময় ভাষা,
নারী তুমি পৃথিবীতে,
নারী তুমি থেকো জান্নাতে,
অপ্সরী হয়ে থেকো স্বর্গে,
ভালবাসা যেমন বিলিয়েছ ভূলোকে,।


নারী তুমি রাক্ষসী,
নারী তুমি পূজার দেবী,
তোমার প্রেমিক হয়েছে কবি,
তুমি তো পৃথিবীর প্রকৃত ছবি।
নারী তুমি কি দিয়ে, কি নিয়েছ,
সেই হিসাব আজ থাক,
সেই হিসাব থাকুক পুরোনো খাতাতে।


নারী তুমি আমার মহত্ত্ব,
নারী তুমি মোর প্রাণের অস্তিত্ব,
নারী তুমি সৃষ্টির সত্য,
নারী তুমি প্রাণের প্রথম আবেগ,
নারী তুমি জাগিয়েছ বিবেক।


নারী তুমি পতিতা,
নারী তুমি কবিতা,
নারী তুমি সবিতা,
তুমি মধুসূদনের বনলতা,
নারী তুমি গানের কথা,
নারী তুমি বুকের ব্যথা,।



আমার সকল স্বপ্ন জুড়ে তুমি
আমার সকল ভাবনা জুড়ে তুমি
আমার সকল আশাতে তুমি
তুমি যে মোর জাগরণের গান।


নারী তুমি,
আমাকে দিয়েছ কষ্ট,
করেছ মোরে নষ্ট,
এই বুকে কি আছে জানো কি?
নারী তুমি চিন্তার শেষ প্রান্ত,
তোমার রূপে কবি হল শান্ত,
পৃথিবীর সব হল ভ্রান্ত,।


নারী তুমি অজানা কৌতূহল,
নারী তুমি জানা ভ্রান্ত কাহিনী,
নারী তুমি হলে ধন্য,
তোমার প্রেমিক হল বন্য,
এ পৃথিবী শুধু তোমার জন্য।


নারী তুমি ভ্রান্ত ধারণা ,
একটা শান্ত প্রতারণা,
একটা প্রেমের শেষ সীমানা।
একটা ভ্রান্ত কল্পনা,
একটা অস্বাভাবিক আচরণ,