কোথায় খুঁজে দেখো?
মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
যদি তুমি উড়তে চাও৷
তাহলে মনের জানালা খুলে দাও।
আর চোখ বন্ধ করে, নিঃশব্দে নাও বাতাসের ঘ্রাণ।
তাহলে উড়তে না পারলেও।
শান্তি পাবে।
যে শান্তি পায় পাখিরা।
আর পূর্ব গগনে তাকাও।
দৃষ্টি কে প্রসারিত কর।
দেখো পাখিদের ঠোঁটে কি গান।
আর আপনার মনের ভেতর কিসের টান।
তাহলেই আকাশে উড়বে তোমার মন।
সব কিছু শান্ত হবে যখন।
যখন সবাই ঘুমের দেশে চলে গেছে।
একাকী তুমি চাঁদের আলোয় কর স্নান।
তুমি জোছনা বিলাসী হবে।
আর মন হবে পাখিদের গান।
কোথায় খুঁজে দেখো?
কোথায় খুঁজ আপনারে।
পাখির মতো মন, থাকে পরানের ভিতরে।
এই বুকের ভিতরে।