কোটা পদ্ধতি সংস্কার চাই __
___==========
হে আমার দেশের সরকার.
ভিক্ষা চাই না।
চাই আমাদের অধিকার।
তাল বাহানা বন্ধ করে।
এবার অধিকার দেয়ার চিন্তা করুন।
এবার বিচার করুন অপরাধি পুলিশের।
আর আমাদের দাবি মেনে নিন।
হে আমাদের দেশের সরকার।
ভিক্ষা চাইতে আসিনি।
চাই আমাদের অধিকার।
অধিকার চাই।
কোটা পদ্ধতির সংস্কার চাই।
দিতেই যখন হবে।
তাল বাহানা নয়।
অধিকার দিন।
হে সরকার।
আমাদের অধিকার দরকার।
ভিক্ষা চাই না।
চাই অধিকার।
মেধাবীদের উপর হামলার বিচার চাই।
চাই যখন অধিকার দিন।
ভিক্ষা চাইনা।
চাই অধিকার।
চাই অপরাধীদের বিচার।
আমরা কি করে হলাম রাজাকার?
কেনো আমাদের বলছেন আপনারা।
আমরা বিপক্ষশক্তি।
আমরা রাজাকার।
আমরা মেধার মূল্যায়ন চাই।
আমরা রাজাকার কি করে হলাম?
জানতে চাই।