খুচরো প্রেম
~~~~~~~~
তোকে নিয়ে খুচরো প্রেমের মালা গেথেছি।
তোকে দেখে প্রেম শিখেছি,
পৌষের রাতে মেলায় গিয়ে,
জিলেপি মুখে দিয়ে তোর ,
শান্ত ভাবে তোকে দেখেছি।
,
তোকে দেখেছি বোশেখের পভাতে।
হাতের কাছে নদীর ধারের মেলাতে
আমার নদের বুকে ভেলাতে।
আমার আপন বুকেতে।
আছিস কত সুখেতে।


তুই যে আমার রসের স্বপ্ন।
রঙ লাগানো ঢং শেখানো ,

তুই যে পাগলী আমার ।
আমি যে তোর প্রেম কুমার