খোদার বান্দা আমি  
=========
সকল কাজের শুরুতে,
স্মরণ করি তার নাম,  
মহান যে মালিক,
সারে জাহান যাহার জিকিরে আছে মশগুল।

আমাদের জীবন যুদ্ধে।
আমরা তাহাকেই সাথে পাই।।
যিনি আমাদের রব,
যার পরিচয় রাহমান।
আর তিনি পরম দয়াময় ।

এই জীবনে যতো আছে বেদনা৷
ভুলে যাই ইবাদতে থাকি যখন মশগুল।
চারদিকে শান্ত  হয়ে যায়।।
শান্তির পথে হই মশগুল।

হে আমার মালিক ।
চালাও সে পথে।
যে পথে আছে শান্তি৷
ভুলে যেন যেতে পারি সব ভ্রান্তি।
কল্যাণের পথে দাও স্থান।
হে আল্লাহ মহান।

সকল প্রশংসা তাহার।
আমি গোলাম যাহার।
হে আমার মালিক,  
আমি যে পাপী ,  

যে মহান মালিক পালন করে মোরে।
যতনে আগলে রেখে,  
বিপদে ক্লান্তিতে, কষ্টের সময়।

যিনি দয়ালু,  
যার দোয়াতে বেঁচে আছি এই ধরাতে।
বিচার দিনের যিনি মালিক।
শেষ দিনের যিনি বিচারক ।

যে মালিকের ইবাদত করে।
পাই মনে শান্তি ,  
প্রাণে আসে প্রশান্তি ।
তিনি মহান রাব্বুল আলামীন ।


খোদার বান্দা  আমি।
তাহারই গোলামিতে  পাই শান্তি।
তাহার হুকুমে পাই প্রশান্তি ।


সরল পথ দেখিয়েছেন যিনি।
দেখিয়েছেন আলো আমাদের।

সে পথে  যেন চলিতে চলিতে,।
জীবনের হয় অবসান।
যে পথে চলিলে খুশি হয় প্রভু
হে আল্লাহ রাহমান ।


যে পথে চলেছেন, রাসূলের সাথিরা।
যে পথে চলে গেছেন আল্লাহর ওলী-আউলিয়া রা

ভ্রান্ত পথ ছাড়িয়া।
সে পথ যেন ধরতে পারি আটকড়াইয়া ।
যে পথে আছে মুক্তি ।
যে পথে নেই ভ্রান্তি ।

সিরাতা’ল মুসতাকি’-মের যে পথ।
সহজ সরল আর মানবতার যে পথ।