ফিরে এসো
______
আল মামুন
-++++++//
হে প্রিয়া ফিরে এসো,
ফিরে এসো স্মৃতির পাতা হতে,
সময়ের যে গোলকধাঁধায় তুমি হারিয়ে গেছ।
ফিরে এসো আমার আঙিনায়,
কত মাস কেটে গেলো,
মাঠে চিল উড়ে না আর, ডাকে না পাখি
তাহাদের ডাকে হাহাকার ছড়িয়ে আছে।
কতদিন দেখি না মেঠো ইঁদুর,বুনো শালিকের দল।
দেখি না আকাশে সোনালী চিল,
তারাও দুঃখের গান গেয়ে,
চলে গেছে সময়ের সাথে,
আজ আর তারা আসেনা,
তাদের আর দেখি না আমাদের মাঠে।
তুমি চলে গেছ,
সময়ের স্রোতে তোমাকে খুঁজে পাইনি।
রাখালের মাঠে তুমি নেই, ।
রাখালের বাশীর সুর নেই।
নাই অসথের বাগানে পাখিদের গান।
ফিরে এসো প্রিয়তমা,
ফিরে এসো সেই স্মৃতির বারান্দায়।
ফিরে এসো আবার,
ফিরে এসো স্বপ্ন মানবী হয়ে।
ফিরে এসো এই বাগানে,।
ধান শালিকের ভিড়ে।
মানুষের ভিড়ে, জনতার ভিড়ে।
এই জনবহুল নগরীতে, মানুষের ভিড়ে।
আমিও তোমাকে খুঁজে নিবো।
খুঁজে নিবো আমাদের মাঝে,
আমার নাগরিক জীবনের মাঝে।
প্রিয়তমা ফিরে এসো।
আমার কবিতার শব্দে,
ফিরে এসো মেঠো পথে।
জীবনের খোঁজে যেখানে মানুষ ছুটে যায়।
ফিরে এসো প্রিয়া।
আবার ফিরে এসো, এই নগরীতে।
ফিরে এসো প্রেম হয়ে।