এইখানে শহরের বুকে
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন -


এই শহরের বুকে,
এই গলির মোড়ে, রাস্তার ধারে,
তুমি আমাকে দেখতে পাবে,
পথিকের দৃষ্টিকোণে, আর মানুষের ভিড়ে।


আমি খুঁজিতেছি, এই বাংলার মাঠ,
হিজলের বন আর তমালের ছায়া।
আমি খুঁজিতেছি আওশের ক্ষেত।
দোয়েলের শিষ, পাখিদের ডাক।



আমি খুঁজি তোমাকে,
এই পথের ধারে, লক্ষ বছর পরে।
এইখানে পাবে তুমি,
আমি দাঁড়িয়ে আছি কোন আধুনিক রোবটের সাথে।
যার বোধ ক্ষমতা আছে,।



সেই যুগেও আমি তোমাকে খুঁজে হবো ক্লান্ত।
আর তোমার মায়ায় হাড়িয়ে যাবো।
আমাকে খুঁজে পাবে,
ওই গলির চায়ের কাপে,
মোড়ের দোকানের বেঞ্চিতে,
আর পার্কের সবুজ ঘাসে,।



আমিও এই সবে খুঁজিব তোমায়।
আর লক্ষ, কোটি বছর পর,
এই আমি আবার আসিবো,
আবার তোমার সাথে প্রেম করিবো।
অসহায় থাকবেনা সে প্রেম।
তুমি আমার চায়ের কাপে একটু স্পর্শে।



আমাকে খুঁজে পাবে লক্ষ কোটি বছর পরেও।
যে কাপে আমি চা খাই, ভালাবাসা থাকে মিশে।
আমিও কোন স্বয়ংক্রিয় কোন যন্ত্রমানবের সাথে।
হেটে যাবো হাজার বছর পর।
আর পথের ধুলোতে খুঁজে নিবো প্রেম।


হাজার লক্ষ বছর পর।
তারপর আমি এই শহরে রেখে যাবো তোমার স্মৃতিচিহ্ন।



শহরের সব চায়ের কাপে।
শহরের সব দালানে, রাস্তায়, পার্কে।
তারপর হাজার বছর পর কোন প্রেমিক যুবক।
খুঁজে পাবে সে ঘ্রাণ , এই পথের বাতাসে।


এই আকাশে, আর শহরের মোড়ে ।
আমি সেইদিনো জাগ্রত থাকিবো।
প্রেম হয়ে কোন কবিতার বুকে।
খুব ভোরে কোন চায়ের চুমুকে।


এক কাপ গরম চায়ে।
চায়ের গরম অনুভূতিতে।