এই পথে হেঁটেছি বহুকাল।
এই পথেই হেঁটেছিল তারা,
বহুকাল আগে,
আমিও আমার স্মৃতি রেখে যাই।

তোমাদের পদচিহ্ন আমি দেখি।
স্পর্শ করি পায়ে।

এইতো আমার প্রেম।
এই রাস্তায় তোমার ঘ্রাণ ভেসে উঠে।।
চারদিকে কেমন নীরবতা কথা বলে।

এই ছায়া ঘেরা গাছ।
আর পথের ক্লান্ত পথিক,
তোমার চলে যাওয়ার সাক্ষী।

তোমার হেটে যাওয়া,
শুকনো পাতা গুলোও তার সাক্ষী দেয়।
অনন্ত অসীম সেই সময়।


সময়ের ঘড়ির কাটা।
আর এই ক্লান্ত পথিকের হাঁটা।
এই বটবৃক্ষ,  লতা পাতা, পাখি।
একজোড়া শালিক,
হাজার বছরের ইতিহাস,  
সব কিছু স্মৃতি ধরে আছে তোমার।

অনন্তকাল এই স্মৃতি,
সাক্ষী দিবে প্রেমের।
সাক্ষী দিবে শেষ চুম্বনের।
সাক্ষী দিবে শেষ স্পর্শের।


এই পথ,  কত সাক্ষী হয়ে আছে।
কত বিকেলের,  কত মুহূর্তের।
কত জীবনের, কত ভাবনার।

হাজার বছরের ইতিহাস আছে এই পথে।
জীবনের গান আছে এই পথে।

এই পথে আছে আমার  সাত পুরুষ।
হাজার বছর ধরে হেটে যাওয়া মানুষ।
এই সেই পথ,  এই সেই পথ।