দেশের মালিক কে?
♦♦♦♦♦♦
আব্দুল্লাহ আল মামুন




পুলিশ হোক আর আমলা।
জনগনের কামলা।

কেনো করো তোমরা মেধাবীদের হামলা।
কেনো দাও মিথ্যা মামলা?

ছি ছি ছি

হে সরকারি দফাদার।
চেয়ে দেখো নিজের দিকে।
কিভাবে আসে বেতন তোমার।
কে দেয় তোমাকে ক্ষমতা।

তোমার সরকারি পোশাকে কার ঘাম?
তুমি তুলতে চাও কার চাম।

কার টাকায় চলে তোমার সংসার?
কেনো এতো অহংকার?

তোমাকে পোশাকে কেনো রক্ত?
এই রক্ত কার?

দেশের মালিক কে?
একবার প্রশ্ন করো নিজেকে।

আমলা তুমি শিক্ষিত হয়েছো।
চাকরি করেছো জনতার।
তুমি দেশের পাহাড়া দাও।





তুমি মালিক নও, তুমি পাহারাদার।







তুমি যাঁদের হামলা করেছো।
সে সন্তান আমার মার।
সে ভাই আমার।



হে পুলিশ।
হে দেশের আমলা।
তুমি মালিক নও, তুমি মামুলী কামলা।



তোমার স্ত্রী যে লাল শাড়ী পড়ে,
জানো সেটা লাল রঙ নয়।
আমার ভায়ের লাল রক্ত।
আমার খেটে খাওয়া কৃষকের লাল ঘাম।



তোমার জুতার নিচে পড়ে আছে যে মেধাবী।
সে আমার ভাই।
আমার বাংলা মায়ের অভাগা সন্তান।




চাকরি পায়নি সে।
বেকার হয়ে পথে পথে ভিখারি হয়ে।
তোমার লাথি খেয়ে পড়ে আছে ঢাকার রাজপথে।


রক্ত কেনো হাতে তোমার ?
এই রক্ত কার?
এই রক্ত আমার ভাইয়ের।
কারো আদরের সন্তানের।


হে সরকারি দফাদার।
ভিক্ষা চাই না।

চাই অধিকার
কেনো করছো অত্যাচার?


কেনো ঢাকার রাস্তা আজ লাল হয়েছে?
লাল হয়েছে মেধাবীদের রক্তে।
কেনো আমার ভাইয়ের জামাতে রক্ত?


সে কি তার অধিকার চাইতে পারে না?
কেনো তার হাতে তুমি শিকল দিতে চাও?
কোটার সংস্কার চেয়েছে বলে সে কি অপরাধী?


সে কি রাজাকার?
সে কি দেশকে ভালোবাসে না?
তার রক্তে কি নাই দেশ প্রেম?


তবে কেনো তোমার এই অত্যাচার?