আমরা কি মানুষ?
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন
আমরা কি মানুষ?
আসলেই কি আমরা মানুষ?
তাহলে কোথায় গেল আমাদের হুশ?
কোথায় আজ মানবতা?
কোথায় মানুষ পাবে একটু শান্তির কথা।
কথা নয় একটু শান্তি।
আমরা প্রাণী হয়ে যাচ্ছি কি ?
শুধু প্রাণ এর মালিক ,
অন্য প্রাণির মত ।
দেখো রাস্তার দিকে তাকিয়ে।
যাও ওই বস্তিতে ,
নিষিদ্ধ সেই পল্লীতে ,
কত ভদ্র মহাজন খাচ্ছে মানুষের রক্ত ।
দাত তাদের কত শক্ত।
খাচ্ছে তারা রক্ত ,মাংস ,ঘাম।
চর্ম চিবিয়ে করছে অপকর্ম।
ওরে মহাজন , ওরে নরাধম।
তোরাই এই মুক্ত বাতাসে সার্টিফিকেট ওয়ালা মহান মুখ।
গোপনে তোরা গ্রহন করলি সুখ।
নারীর দেহ রস হতে।
তোরা কি মানুষ?
নাকি অন্য প্রাণির মত প্রাণের মালিক।
প্রাণ আছে ,
মানবতা নেই,
নেই মানুষের মন ,
বস্তির পরিচয় নেই যে শিশুটির।
যে জানে না তার পিতা কে।
কে তার মাতা , গর্ভধারিনী ,
ময়লার ডাস্টবিনে ছিলো।
ওহে মহাজন ,
শিশুটির পিতা তো এলিয়েন নয়।
শিশুটির জীবন কেন এমন হল ?
শিশুটির পিতা আছে।
সে পিতা মানুষের মাঝেই কেউ।
যে মানুষের আছে মানুষ দাবি করার সার্টিফিকেট।
সে দাবি করে সে মানুষ।
আসলে তার পরিচয় ,সে অমানুষ।
তোদের ভদ্র কোন চোখ ,
কোন কাপুরুষ মিটাতে গিয়ে দেহের চাওয়া।
নারীর দেহ নিয়ে যে খেলাতে মেতে ওঠেছিলে
সেই নিষিদ্ধ পল্লীতে।
যেখানে তোমরা যাও না দিনের আলোতে।
যাও তোমরা রাতে।
কেউ না জানে।
কেউ না দেখে, চোরের মত ।
সেখানে রেখে আসো মনের ভুলে।
আপন দেহের রক্ত মাংস ।
ডি এন এ , বিজ।
ফসল জন্মায় , অবৈধ সন্তান পরিচয়ে।
যাকে তোমরা নরকের কিট বলে ডাকো।
আসলে নরকের কিট তো তুমি।
ও শুনছো ,ভদ্র মহাজন?