আমিও মাতাল হয়েছি।
সরাবের নেশায় নয় প্রিয়া।
মাতাল হয়েছি , তোমার প্রেমে।

আমি সরাব ছুঁয়ে দেখিনি।
দেখেছি তোমার দৃষ্টিতে প্রেম।
দেখেছি তোমার রূপে  আমার কল্পনা।


আমি সমুদ্র গভীর প্রেম দেখেছি সেখানে।
দেখেছি মিথ্যা আশা, প্রেম।
নারীর রূপ , ধ্বংস আর নিরাশা।
দেখেছি সকল আশাহত যুবকের হতাশা।




আমি প্রেম দেখেছি,
নষ্ট প্রেমের কষ্ট দেখেছি ।
মাতাল হয়েছি, সরাব পান না করেই।


আমি মাতাল হয়েছি তোমার প্রেমে।
এই প্রেম আমাকে নিয়েছে সীমার বাহিরে।
এই সমাজের কোন নিয়ম লাগে না ভালো আর।


আমি কুসংস্কার হতে চাই মুক্তি।
এই সমাজ হতে, ইহাদের প্রবঞ্চনা হতে।
যেখানে প্রেমের কোন দাম নাই।


তোমার সাথে মিলনের কোন মান নাই।
নাই কোন নাম, আমাদের সম্পর্কের।

আমি মাতাল হয়েই থেকে যাবো।
আমি পেয়েছি তোমাকে, প্রেমের কামনায়।

আমি আর কিছু চাইনা।
চাইনা এ সমাজের নীতি নিয়ম।
এইখানে কোন মমতা নাই।
ন্যায়বিচার এখানে নেই,হারিয়ে গেছে।


আমি প্রেম দেখেছি।
মাতাল হয়েছি তোমার চোখে।
নিজেকে হারিয়েছি সেখানে।



দেখেছি কত কবি।
কবিতার মাঝে হারিয়েছে নিজেকে।
কত শিল্পী গেয়েছে প্রেমের গান।
নারী তোমাকে নিয়ে।


দেখেছি জীবনের মানে,
এই সমাজে, এই রাষ্ট্রে।

এইখানে নাই কোন অধিকার।
মানুষের দাম নাই।
জনগণ কাগজ আর ব্যবহৃত টিস্যুর মতো।



ভালোবাসা স্বার্থের কাছে বিক্রি।
মানুষ অবহেলিত।
চারদিকে কেউ নাই।

আমি মাতাল এক।
তোমার প্রেমে হারিয়ে ফেলেছি নিজেকে।