আমি কবি নই
•••••••••••••••
মিথ্যা প্রেমের কবিতা
লিখতে জানিনা আমি।
বলতে জানি না ।
তোমার মুখটা চাঁদের মত।
মুখখানিকে মানবীর মতই লেগেছে
চাঁদের মত এত গোলাকার লাগেনি।
আকাশের মেঘে দেখিনি তোমাকে।
কোনদিন দেখিনি রংধনুতে।
দেখেছি এই পৃথিবীতে।
এত মিথ্যা রস নেই ।
কারন আমি কবি নই।
কবিরা সব পারে।
নেতাদের মত পারে তেলবাজি।
তোমার চোখ তার কাছে ।
হতে পারে হরিণের মত ।।
আমার কাছে মানবের মতই লাগে।
ঐ মেঘে দেখিনি কোন কিছু।
দেখেছি শুধু বাষ্প উড়ছে মেঘ হয়ে
তোমার মুখ ভাসেনি চাঁদে
দেখেছি শুধু একটি চাঁদ।
এতো রস থাকলে '
আমি কবি হতাম।
রোজ গান লিখতাম।
তোমাকে নিয়ে স্বপ্ন দেখি আর না দেখি
কাগজে কলমে লিখে দিতাম'
ভরে যেত সাদা পৃষ্ঠা হাজার।
আমার বই দখল করত কবিতার বাজার।
আমি কবি নই।
আমি নেতা নই ।
আমি মানুষ হয়ে জন্ম নিয়ে।
আবার মানুষ হতে চাই।
সমাজের চোখে মানুষ ।।
সার্টিফিকেট প্রাপ্ত মানুষ।
সমাজের একটি মুখোশ পড়া ।
বিবেক নামধারি মুখোশের মানুষ।
'সুশীল সমাজের মানুষ।
কাব্য আমার বাড়িতে আসে না।
আসে না প্রাণে।
তুমি আমার বুকের বাম পাশে ছিলে না।
সেখানে দেখিনি তোমায় ।
তোমাকে নিয়ে ভেবেছি চিন্তায় চেতনায়।
এ পৃথিবীর আজব নিয়ম।
সাদাকে সাদা বলা বাড়ন
সাদাকে বলতে হয় সফেদ।
কালোকে কালো বলা পাপ।
অপরাধী মাস্তান রা নেতা।
তারা সাহসী হিসেবে খ্যাত।
সত্যবানরা বোকা।
ভালমানুষ রা নির্বোধ গাধা।
চোরে রা মহাজন এইখানে।
শিয়াল দেয় মুরগির পাহারা।
কবি হওয়ার মত অত বড় স্বপ্ন কোথায় ?
চারদিকে ভেজালের রাজত্ব
কবি হতেও জানতে হবে সূত্র
জানতে হবে কারা কোন গোত্র।
কে কোন দলের পাত্র ।
কে আদু ভাই কে ছাত্র।
'তাই আমি কবি নই।
ভাষা খুঁজি '
ভেসে থাকার জন্য ভাষা।