আমি কি তোমাকে পাবো?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন


আমি যদি মাতাল হয়ে তোমার সামনে দাঁড়াই এসে।
তুমি কি শান্ত করবে আমায় একটু হেসে।


ভাবছো তুমি।
আমি রোজ আফিম খাই।
বা গাজার নেশা আছে আমার।
আমি তো তোমার রূপে মাতাল।



দাড়াই যদি তোমার সামনে এসে।
কাছে ডাকবে কি আমায় ভালোবাসে?
আমি তো রোজি দেখি তোমায়।
ফেসবুকের পাতায়।


রাস্তার ধারে সেই যে ছিলে দাঁড়িয়ে।
তুমি তো আমাকে জানতে চাওনি কোনদিন।
তাইতো এই সব বেহায়া স্বপ্নরা হয়না রঙ্গিন।
ভালোবাসি বলে বারবার চাইবোনা সময়।
যদি দেখার সুযোগ হয়।
তোমাকে বারবার।