ধনতান্ত্রিক এই সমাজে, প্রেমের কোন মূল্য নেই।
আমাদের কোন মূল্য  নেই।
অর্থের কাছে সবাই বিক্রি হয়ে গেছি।

পুঁজিবাদী  সমাজে আমার কোন মূল্য নেই।
আমার প্রেমের কোন মানে নেই।
আমি প্রেমিক,  আমি কবি।
আমি ধনতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করেছি।
আমি বিদ্রোহী প্রেমিক, আমি বিদ্রোহী কবি।


পুঁজিবাদী  সমাজে আমাদের কোন মূল্য নেই।
আমাদের প্রেম ক্ষমতার কাছে বন্দী।
আমি দিশেহারা,  আমি পথভ্রষ্ট,  
এই সমাজের কাছে আমি পাগল।


এখানে নারীর দেহের দাম বেশি।
আর নারী হল বিজ্ঞাপনের পণ্য।
আমি হলাম বাজারের নাম না জানা পাগল।
আমি উন্মাদ এই সমাজের কাছে।


আমি বিদ্রোহী কবি।
আমার রক্তে যে ভাষা খেলা করে।
তাকে আমি দিয়েছি স্বাধীনতা।



আমার কোন অস্তিত্ব নেই এখানে।
আমি তোমাদের কেউ না।
কেউ আমার ছিলোনা কোনদিন।


এ সমাজে সত্য বলা মহাপাপ।
আর সততা এখানে নির্ভেজাল বোকামি।
প্রেমের কোন মূল্য এখানে নেই।
প্রেমিকের হাতে  বিশুদ্ধ নিকোটিন।
ধোঁয়া উড়ে যায় নীল আকাশে।




আমিও বোকা প্রেমিক।
এক হাতে আমার লাল গোলাপ।
অন্য হাতে জ্বলন্ত তরতাজা নিকোটিনের কাঠি।


আমি দুঃখ ভাসিয়ে দেই,  নীল আকাশে।
আমি সুখ খুঁজে নেই বাতাসে,বিষাক্ত বাতাসে।



আমি কবি, আমি প্রেমিক।
এই সমাজে আমি বিদ্রোহী প্রেমিক।
যাকে লোকে পাগল বলে,।


আমি এই সমাজের থেকে নিয়েছি মুক্তি।
আমি পালিয়ে যাব নাই এমন শক্তি।
তবু কলম চালিয়ে যাই,বারবার গর্জে উঠে কলম।

আমি বিদ্রোহী প্রেমিক।
পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে আমি বলেছি অনেক কথা।
আমি কবি হতে চাইনি,  
বোকা প্রেমিকের দল আমাকে কবি বলে দিয়েছে সম্মান।
তাই আজ আমি কবি।
বোকা প্রেমিকের দলের মাঝে,মূর্খ কবি।


আমার কোন মূল্য নেই এই সমাজে।
কোন মূল্য নেই পুঁজিবাদী প্রেমে।
আমি বোকা প্রেমিক,আমার কথা খুব তিক্ত।
আমার মুখে নিকোটিন, হাতে সিগারেট।
আমি শূন্যে উড়াই কষ্ট।