আমার ভালবাসা একটি লাল ফুলের মত
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন
আমার ভালবাসা একটি ফুলের মত,
একটি লাল গোলাপ ।
যে গোলাপ সদ্য ফুটেছে।
আমার ভালবাসা একটি গানের মত ।
যে মিষ্টি সুর নিয়ে খেলা করে।
মনকে মাতাল করে রাখে।
একটি নতুন প্রাণ দান করে কবিকে।
আমার ভালবাসা একটি লাল ফুলের মত
যে ফুল দেখতে ,
তোমরা সবাই পাগলের মত দিশেহারা ।
একটি সুন্দর শিল্প আছে যে প্রেমে
কবিদের কবিতা ,শিল্পীর গানের মত।
কোন সৌন্দর্য নাই তাতে,
তবু এই প্রেম অমর , অবিনশ্বর।
আমি একটি গভীর প্রেমে মগ্ন।
এই অবিনশ্বর প্রেমের সাথে,
একটি নারীর প্রেম।
এখনো আমি সেই প্রেমে ডুবে আছি ।
আগামী আমার এই প্রেমে নিমজ্জিত।
আমি এই প্রেমে বাস করি ।
একটি গভীর ভাবনা কে সত্য করে।
এই প্রেম কখনো মরবে না ।
ভবিষ্যত হয়ে থাকবে সব নারীর মনে।
রক্তে ,ঘামে,ডি এন এতে ,
কবিদের মনে,প্রাণে,ভাবনাতে।
হে আমার প্রিয়া।
যখন সকল সমুদ্র শুকিয়ে কাঠ হবে।
রবির তাবে গলে যাবে পাথর ।
তখনো আমি তোমাকে ভালবাসবো,
আজ যেমন বলতে পারি ,ভালবাসি ।
তখনো তোমাকে বলব ,প্রিয়া,
যখন মরূতে বালির ঝড় আসবে।
চারদিক অন্ধকার হবে,
তাপ চলে আসবে মাথার কাছে,
তখনো আমি তোমাকে বলব ,প্রিয়া ।
এবং আমার বিদায়ের দিনে ,
আমার ভালবাসা যখন একাকি হয়ে যাবে।
এই আমি যদি লুটিয়ে থাকি বিছানাতে।
বা কোন শূণ্য ময়দানে।
তবু বলবে এই মন ,
আমার একটা ভালবাসা আছে।
আমি তোমাকে তখনো বলব।
প্রিয়া বলে কাছে ডাকবো।
এ পৃথিবীকে জানিয়ে যাবো।
আমার ভালবাসা একটা লাল ফুলের মত।
আমার প্রেম এই পৃথিবীর সকল সৌন্দর্য।