আমাকে যৌবন দাও
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন -
আমাকে যৌবন দাও।
তপ্ত সুখের ছোয়া দাও।
আমি প্রেমের কবিতা লিখবো নারী।
আমি যৌবনের কবিতা লিখবো।
আমি বেদনার কবিতা ছেড়ে দিয়েছি।
দুঃখকে বলেছি কাছে এসোনা।
আমি আমাকে খুঁজে পেয়েছি।
আমি তোমার স্পর্শ পেয়ে আমাকে ফিরে পেতে চাই।
আমি আমার আমাকে ফিরে পেতে চাই।
আমি তোমার ঠোটের স্পর্শে জেগে উঠবো।
আর ঘ্রাণ নিবো তপ্ত যৌবনের।।
আমাকে তোমার কাছে টেনে নাও।
আর প্রেমের স্পর্শে কবিতা জন্ম দাও।
আমি তার কবি হতে চাই।
আমি তোমার কবি হতে চাই।
তুমি আমাকে পাকাপোক্ত করে দাও।
আমি তোমাকে যৌবনের গান শুনাবো।
নারী তুমি আমাকে পুরুষ হওয়ার স্বাদ বুঝাও।
আমি কবিতা হয়ে, শান্ত প্রবাহিত হয়ে যাবো।
আমি যে কবি হতে চাই।
তোমার কবি।।
তোমার স্পর্শে বারবার কবি হতে চাই।
তোমার প্রেমের কবি।