শৈশবের  প্রেম ছিল,
প্রথম  ভালো লাগা।
কৈশোরের  প্রেম একটি হাতের ছোঁয়া।
আর প্রেম কাকে বলে জানা।

এভাবেই কত প্রেম আসে।
হাসি আর আনন্দের  প্রেম।
নারীর  প্রেম, বালিকার প্রেম।
মানুষের প্রেম, মানবীর  প্রেম।


সেই প্রেম  যৌবনে এসে পায় পূর্ণতা ।
আবেগে  ভরে যায়, তবু রেখে যায় শূন্যতা।


আমাদের প্রেম।
কৈশোরে আসে,
ভালোলাগা আর স্মৃতিময় প্রেম।
যৌবনে  উত্তাল সমুদ্রের মতো।
বাধ ভেঙে দেয় সব কিছুতেই ।


আমাদের প্রেম।
এইতো বিপ্লব ঘটিয়ে দেয়, জীবনের আনাচে কানাচে।
যৌবনকে করে দেয় যুদ্ধ ক্ষেত্র।
আর নিজেকে করে দেয় দেবদাস ।

কেউ আবার জুলিয়েট হয়।
কেউ হয় চণ্ডিদাস।

আমাদের হাতে সিগারেট আসে।
যেমন প্রেম আসে কৈশোরে ।
তেমন আবার চলে যায়।
ধোঁয়া যেভাবে উড়ে যায়, আকাশে।


প্রেম বারবার আসে,  
বিভিন্ন রূপে আসে, ।
মানবী হয়ে আসে, কুমারী হয়ে আসে।
আসে দেবীর রূপে ।
আমাদের জীবনে  ঝড় হয়ে আসে।
সব কিছুই বানের জলে ভাসে।


প্রেম আমাদের জীবনে আসে।
আসে মহাপ্রলয় হয়ে।
আসে সুখের সাগরে ভাসিয়ে নিতে।
যেমন রাতের পর আসে দিন।

আমাদের যৌবনে ,
প্রেম আসে, প্রেম ফাঁসে।
আমাদের ও ফাঁসিয়ে দিয়ে যায়।
আবার কাউকে ভাসিয়ে নিয়ে যায়।
ভালোবাসার  অবান্তর সাগরে ।


প্রেম একটা শব্দ হলেও।
হাজার অনুভূতি  আছে এখানে।
হাজার ভাষায় প্রকাশিত হয়ে।
হাজার মনের ভিতরে,  
প্রকাশিত হয় সে ভিন্ন ভাবে।


আমাদের প্রেম,  আমাদের  যৌবনের প্রেম।
আসে একরাশ  অনুভূতির সাথে।
ধরা দেয় সে,  শিক্ষা দেয় সে।


প্রেম মানে বেদনা, যাতনা, বিরহের ঘনঘটা।
প্রেম মানে মিলনের মাঝেও,
রয়ে যাওয়া হাজারো শূন্যতা ।