যখন জীবনে শুধু অর্থহীন লাল হরতন
একে একে জমা হলো, বলো একি অসম্ভব বোঝা
মুক্ত হয়ে হাঁটবার বন্ধ হলো সব পথ খোঁজা
এদিকে তুমিও এলে ইশকার বিবির মতন।

তুমিই এনেছো ডেকে এতসব বারোয়ারী পাপ
আমার মগজ যেন একাকার একতাল ছাই
দু'চোখে ধুলোর ধাঁধা, ভাবি আজ কোথায় দাঁড়াই?
কেমন বিষাক্ত লাগে , যেন দু'টি লিকলিকে সাপ
নিজেদের গর্ত ভেবে ঢুকে গেছে আমার নাভিতে;
বিষাক্ত ছোবল তার দিনরাত বাসনার ভিতে
অবিরাম ঠুকে ঠুকে ক্লান্ত হয়ে পড়েছে এলিয়ে।

এতদিন ভেবেছিতো বন্ধুদের চোখে ধুলো দিয়ে
অপদেবতার নামে ছুঁড়ে দেবো যত হরতন,
তখুনি বাঁধলে তুমি ইশকার বিবির মতন
কী ভীষণ অক্টোপাসে মনে হয় গিয়েছি জড়িয়ে।


নাদিরাকে