সহজে খোঁজেনি কেউ, কেউ তাকে বোঝেনি সহজে
যখন সে ছিলো এই আমাদের ছেলেমি সমাজে
গাল-গল্পে আন্দোলনে, অতিরিক্ত তর্কেরও মাঝে
সে ছিলো নীরব মেয়ে, কোনোদিন নিজের গরজে
বলেনি একটি কথা, অমায়িক দেবী যেন এক
সুস্পষ্ট ঠোঁটের মাঝে আবেগকে বদ্ধ করে রেখে
আমাদের কাজে কর্মে শব্দহীন কৌতূহল মেখে
করুণার হাসি হেসে ঢাকতো যে বুক ও বিবেক।
অথচ ভুলিনি তার দু'টি চোখ স্থির কালো টানা
বিচ্ছুরিত হতো যাতে মর্মভেদী আকাঙ্ক্ষার আলো
আমাদের অত্যাচারে যে বলতো, কোনোদিন ভালো-
বাসিনি তো কাউকেই, নিরর্থক জ্বালাও আমাকে
তোমাদের মন যেন নতুন পাখির দুই ডানা
দিনরাত ঝাপটায় আর শুধু ইচ্ছে জেগে থাকে।