তোমার রক্তে নূপুর বাজানো আকাঙ্ক্ষা নেই
এসেছিলো কিনা এতো ঝামেলায় আজ মনে নেই।
দার্শনিকের ছাত্রের মতো আমি তো তখন
নালন্দার সে প্রকোষ্ঠে বসে মৃত দর্শন
হাতড়ে মরেছি, মেধাবী মনের ঢেলে ঢেলে রস
উচ্চাকাঙ্ক্ষা হৃদয়ে পুষেছি বিত্ত ও যশ
ঝুলি ভরে নেব।
দু'চোখ রাঙাবো বোকাদের চোখে।
দু'হাত ঘুরিয়ে সময়ের স্রোতে দেবো তাল ঠুকে।
কিন্তু এখন ভাবতেই দেখি ছুটে গেছে রং
ভেঙে গেছে সব মিথ্যে মোহের অকেজো ভড়ং।
অধ্যয়নের শেষ প্রদীপটি নিবু নিবু জ্বলে
চার কোণ হতে নিটোল আঁধার ছলে কৌশলে
এগোতে চাইছে।
সুগন্ধি ধূপ পেয়েছে যে লোপ
দেহের দু'পাশে গজাবে এবার কবরের ঝোপ:
সব দর্শন ম্লান হয়ে ওড়ে। সময়ের ছক
পার হয়ে দেখি সাহসীর মতো ঘেঁটেছি নরক।