কে যেন প্রাচীর থেকে কথা বলে, যোশেফ, যোশেফ !
রাজার স্বপ্নের মানে বলেছিলে তুমি সেই লোক ?
না আমি যোশেফ নই, না । জানি না ফ্যারাও কে, স্রেফ
নিজেরই স্বপ্নের দাগে লাল করে রেখেছি দুচোখ ।

কংক্রীট, লোহার জালি, সান্ত্রিদের সঘন পাহারা
পেরিয়ে আমার দিবা-স্বপ্নের ছবি যারা আঁকে
কেউবা চালায় হাল, কেউ রোয় উবু হয়ে চারা
কেউ, যে বক্তৃতা করে, চরের মানুষ কাছে ডাকে ।

আর বুক খোলামেলা শিশুর মুখের কাছে কাত,
হারের সোনার চিক, তিল ঘাম, বহতা শিরার দাগে নীল,
এ নিয়ে দেয়াল কাটে তীক্ষ্ণ দাঁত স্বপ্নের করাত--
কিংবা গারদ ভেঙে ডেকে আনা হাতের মিছিল ।

যদিও বোঝে না কবি রাজাদের স্বপ্নের কী মানে,
কিন্তু এটা তো জানে, হত্যাই হত্যা ডেকে আনে ।


(কাব্যগ্রন্থ : মায়াবী পর্দা দুলে ওঠো । প্রথম প্রকাশ : ফেব্রুয়ারী ১৯৭৬ ।)