একদিন ঘরে এসে হৃদয়ের প্রিয় শয়তান
ফুঁ দিয়ে নিভিয়ে দিলো টেবিলের মোম
নির্বিকার দেহ ঢেকে অন্ধকার আলখেল্লার নিচে
ম্লান হেসে বিছানায় বসে
মায়াবী কথার ফাঁকে বোঝালো সে: প্রভুর শহরে
আমি নাকি যেতে পারি! অপরুপ নিষিদ্ধ বিতান
পার হয়ে, চোখের পলকে
অলৌকিক ফলবতী বৃক্ষের নিচে।
বললাম, তীক্ষ্ণধার আমার কিরিচে
অলৌকিক স্পর্ধা দাও। ঈশ্বরের অপরুপ ফল
আমি যেন বিদ্ধ করে নিতে পারি। যেন
ভাগ করে নিতে পারি- আমার সে প্রিয়তমা নারীকে কেবল।