আসলে তো আত্মাই সব
ঘুরে ফিরে কোনো গতি নেই,
একদিন ফিরে যেতে হয়
অবশেষে নিজের দিকেই।
আমিই আমার পরিণাম
আমাদের মনের ভিতর
নীরবে যে প্ররোচনা দেয়
আসলে সে তেমনি ইতর।
দেহ নয়, মন নয় যদি -
বলো তবে কী বাজাতে চাও?
রক্তকে কেবলই যে নাড়ে
আজ সেই আত্মাকে বাজাও!
আত্মাকেই বাজাতে বাজাতে
দেহ নয়, মনও নয়, আর-
দুঃখেরো অধিক যে সুর
তুলুক তা আঙুল তোমার।
এসো না ব্যথার দিকে যাই
কোথায় সে পাপের মন্দির
যেইখানে ঈশ্বর বুকে
ঠোকরায় কষ্টের তিতির?
যন্ত্রণার পাখিটি যেখানে
উদ্যত রেখেছে তার ঠোঁট,
আমরাও নিয়ে যাই চলো
হৃদয়ের রাজার মুকুট।