কী আছে এই হাতের মধ্যে
কী আছে কও ঢাকা?
বললে হেসে, কী আর হবে
মিথ্যে ঢেকে রাখা।

মুক্ত করে বুকের কাছে
তুলতে দু'টি কর,
হাসলে,আরে, কোথায় পেলে
বর্ণালী মাকড়!

কী আছে এই চোখের মধ্যে?
ঢাকলাম নয়ান,
বললে হেসে, ওই দেখা যায়
কালো ভুরুর টান।

মুক্ত ক'রে চক্ষু দু'টি
যেই ফেলি নিঃশ্বাস
পিছিয়ে গিয়ে বললে, একি,
শঙ্খিনী তিতাস!

বুকের মধ্যে হাত রেখেছি
বলো, কী ঢাকলাম?
বললে হেসে, কী আর হবে
শঙ্খের বোতাম।

মুক্ত হলো বক্ষ হতে
শূন্য করপুট,
হাত বাড়িয়ে বললে, এ যে
আল্লার মুকুট।