শেষ হয়নি কি, আমাদের দেয়া-নেয়া?  
হাত তুলে আছে, পাড়ানি মেয়েটি  
বিদায়ের শেষ খেয়া,  
ডাকছে আমাকে হাঁকছে আমাকে  
আমিই শেষের লোক।  
শ্লোক শেষ হলো, অন্ত-মিলেরও শেষ  
কাঁপছে নায়ের পাটাতন বুঝি  
ছেড়ে যেতে উৎসুক।  
  
আমি চলে গেলে এ পারে আঁধারে কেউ থাকবে না আর  
সব ভেসে গেছে এবার তবে কি ভাসাবো অন্ধকার?  
আলো-আঁধারির এই খেলা তবে আমাকে নিয়েই শেষ  
আমার শরীর কাঁপছে যেমন কাঁপছে বাংলাদেশ।