কাজের উল্লাসে দিন কেটে যায় উদ্দাম পেশীতে
যন্ত্রের সমিল শব্দে তোমাকে মুছেছি, প্রিয়তমা,
বাতাসে নিজেকে বাঁধি, ঘামে ভিজে, কেঁপে উঠি শীতে
আমাদের শ্রম যেন আনন্দের সরল উপমা।
নিঃশব্দে যন্ত্রণা সয় তিতাসের বুকচেরা পানি
যখন এগোতে থাকে অতিকায় লোহার কাছিম;
ময়লা দু'হাতে ধরে কত শক্তি, বোঝে না সুখানি
ধাতব কোদাল শুধু টানে, ছেঁড়ে, জলের জাজিম।
অবাধ্য স্রোতের গতি তবু আনে বিরোধী জোয়ার
গেজের অন্তিম দাগে কাঁপে নীল তরল আঙুল,
আদিম ড্রাগন যেন ড্রেজারের উঁচু করা ঘাড়,
প্রাণের দূরত্বে ঘোরে নৌকাগুলো স্রোতের পুতুল।
দারুণ আক্রোশে ফোলে দানবের কাদাভরা পেট
তিতাসে ড্রেজার যেন ভাসমান লোহার সনেট।