তোমায় নিয়ে আপন মনে খেলা
কখনো আমি খেলিনি, ভালোবাসা;
লক্ষ্যহারা রাজার মতো শেষে
ধরেছিলাম জীবনপণ পাশা।

রক্ত দিতে চেয়েছিলাম বলে
মোহিনী, তোর এমনি ছল যে,
সোনার থালে চাইলে টুকটুকে
টুকরো করা আমার কলজে।

যখন আমি আর্তনাদ করি
বললে হেসে, এবার গান ধরো;
কণ্ঠে যেই নিলাম সঙ্গীত,
বললে কেঁদে, আর্তনাদ করো।

কবে তোমার গোপন করতলি
বাজিয়েছিলে কুটিল করপুটে
আজও আমার স্বপ্নে, অবসরে
শব্দে তার তৃষ্ণা ফুটৈ ওঠে।

এখন আর কি আছে বাকি বলো?
শূন্যহাত বুকের কাছে খোলা,
কঠোর শ্রমে জীবন ঘষে ঘষে
নগ্ন নিজ মূর্তি গড়ে তোলা।