আমি অধম, পাপী যে খোদা,
তোমার দয়ায় বাঁচি সদা,
পাপের বোঝা করেছি ভারি ,
ক্ষমা কর মোরে, হে দয়াময়।
তুমি যে রব, করুণার সাগর,
এ গুনাহগারের শেষ আশ্রয়,
আমি কাঁদি, ডাকি তোমায়,
ক্ষমার দরজা দাওগো খুলি।
দিনের আলো, রাতের তাঁরা,
তোমারই দয়ায় জ্বলে তারা,
তবে কেন আমায় রেখেছ ফেলে,
এতো অন্ধকারে?
জীবন ভরে ভুল করেছি,
তবু তোমারই কাছে চাই,
একটুখানি দয়া যদি দাও,
আবার শান্তি পাব, তোমাতেই খোদা।
পথ যে হারাই, হাত ধরো মোর,
শুধুই তোমার প্রেম চাই,
আমি অধম, আমি অসহায়,
তুমি না ধরলে কে ধরবে আর আমায়?
আমি পাপী, আমি দীনহীন,
তবু তোমারই দয়া চেয়ে,
তোমার দরবারে কান্না ভাসাই,
খোদা, আমায় রেখো না আর দূরে।