গেল মুছে আমার গান আর কবিতা
কল্পনায় এঁকেছি যে ছবিটা।
সে কল্পনা ছিল অনেক আশা জড়িয়ে
শুধু ভাবতাম আর ভাবতাম।
নূতন ছবি আঁকতাম আমি
সেই কল্পনায় ভরিয়ে দিত হৃদয়
শিহরিত হতো মোর দেহ মন
ভেসে ভেসে কাটিয়ে দিতাম কিছুটা সময়।
আজ ভেঙ্গে দিলে কে আমার আশা
বলনিতো আগে তোমার এ নিঠুর ভাষা
যদিই দিবে এত আঘাত
তবে কেন ভাসিয়ে ছিলে সুখ সাগরে।
রচনাকালঃ১৯৬৯