মর্গে গন্ধে রক্তে ভেজানো
ভালোবাসা শুয়ে আছে ।
এত ঘাঁটাঘাটি সইতে না পেরে,
অনেক লাসের পাশে ।
বন্ধ দু চোখে আর নেই রাগ -
চির ঘুমে অভিনয় ।
যদিও শরীরে ব্যথার চিন্হ,
আর যন্ত্রণা নয় ।
চোখ দুটো ছিল বড় টানা টানা,
হাসতো করুণ হাসি,
সে হাসি তো তাকে ছেড়ে চলে গেছে,
বাকি মৃতদেহ - বাসী ।
আমার জন্যে রেখে গেছে শুধু
কৃষ্ণচূড়ার শাখা ।
লাল ফুলে কবে ছেয়ে যাবে গাছ
তাই একা চেয়ে থাকা ।