জল ভরা মেঘ জল দিও তুমি,
প্রবাসীকে প্রাণ দিয়ে,
প্রিয়া পরবাসে তুমি থেকো পাশে
কথা নিয়ে যেও বয়ে ।
যাও মেঘ তুমি যাও অলকায়,
তাদের বাগানে দেখো দেখা যায়
চন্দ্রশেখর শিখরে রেখেছে
চন্দ্রিকা আলোময় ।
প্রিয়জন-ছাড়া রমনীরা যারা
দৃষ্টি রেখেছে আকাশে,
দেখবে তোমায় এই কামনায়
কবে ফিরে আসে সখা সে।
ভাসাও তোমার আকাশের ভেলা,
পরাধীন এক প্রেমিকের জ্বালা
বিয়োগবিধুরা প্রেমিকার মালা
সেই হোক পরিচয় ।
স্নিগ্ধ বাতাসে বলাকারা ভাসে
এই যে মিলন বেলা
চাতকের দল চিনে নিতে জল
শেষ করেনিতো খেলা ।
মৃদু সে হাওয়ায় ডেকে নিয়ে যায়
তোমাকে পথের শেষ ঠিকানায়,
শ্রান্তি তোমার এক লহমায়
মুছে দিতে চায় শুধু ।
পথ শেষ হলে দুই চোখ তুলে
দেখো সেই অনুপমা,
দিন গুনে চলে আবেগের বলে
আমারি সে প্রিয়তমা।
আবেগ প্রবণ রমণীর মন
হারিয়ে কাতর আপনার জন,
আশা যেন তার অবলম্বন
বিরহ-ক্লান্ত বধূ ।