একটা বাড়ী যার ওপরে
রামধনু রং ফোটে,
একটা শাড়ী যার আঁচলে
নীল নীল ঢং ছোটে ।
বর্ষা হলে কোথায় যে যায়
কত রকম পাখী,
নিঝুম জলে যাবে কোথায়
পা রাখা থাক বাকি ।
এসবইতো গেরস্থালী,
দিনের চলা ফেরা,
হারাইনি তো নীল শাড়ীটা
জরির পাড়ে ঘেরা ?