একছুট্টে পৌঁছে যাবো তেতুঁল গাছের তলায়
    যখন রাত্রি গভীর হবে, হিম নাববে জলায়
        বেলগাছটা ভীষণ হবে বুড়ো বটের মতো
        পাড়া জুড়োবে ঘুমিয়ে যাবে পাখীর ছানা যতো ।

       অবগাহন করো মন
                    কর মুক্তি স্নান
        তোমার অন্তরে খোঁজো
                     রত্ন দেবযান ।
              
বাঁশবাগানে দোল দিয়ে দেয় একপশলা হাওয়া
      খস্ খস্ খস্ আওয়াজ করে সাপের আসা যাওয়া
             কোথায় যেন টুপ টুপ টুপ শব্দ ভেসে আসে,
              চন্দ্রানী মেঘ গন্ডী কাটে খন্ড চাঁদের পাশে ।

        অবগাহন করো মন
                    কর মুক্তি স্নান
        তোমার অন্তরে খোঁজো
                     রত্ন দেবযান ।