তোমাদের নিকট ;

আমি শূন্য  —
সাপের গর্তে পুষিলাম জীবন
বিষের মায়ায় সাপের ছোবল ,
যদিও থেমে না যায় হৃদ স্পন্দ।


আমি মহামূল্য  —
পৃথিবী কিনিলাম করুন দোয়ায় দিয়ে
যেন নিজের মস্তিষ্কের পিপাসা মিটিয়ে,
নিজেকেও পুড়িয়ে ফেলা ।

আমি অতি তুচ্ছতাচ্ছিল্য  —
সোনালী রৌদ্রে ঢের মুখোশ গায় ,
আঁধারের শয়তান যেন গিলে খায়।
যেভাবে নকল শয়তান তাদের ঘাড়ে চেপে বসায়।

আমি সার্বজনীন সামান্য  ;
তোমার চোখে আমি শূন্য  ;
আমার ভূখণ্ডে আমি মহামূল্য ;
আবার তোমাদের নিকট হয়ে উঠি তুচ্ছতাচ্ছিল্য !