শহুরের উঁচু উঁচু বিল্ডিংয়ের
দালান জুড়ে লেখা “আত্মহত্যা মহাপাপ” !
ঘরের ফ্যানগুলো তাকিয়ে আছে ;
নাইলেনের দড়ি পেঁচিয়ে কে ঝুলবে—কার অভিশাপ
খোলা আসমান ;
জীবনের সব জয়ধ্বনি বেজে উঠছে শ‘শ শব্দে
আমি তুমি সবাই মানুষ ;— কে‘ই-বা কার পাশে আছে ?
মনে হয় শূন্যে মানুষ;
উড়তে পারে — যার যার কর্মে ;
বড় ক্ষোভ শিশুর — বেড়ে উঠে শহুরে ।