আমার মা ;
আমার বেহেস্ত ;
তুমিই আমার মা —
দশ মাস দশ দিন মা তোমার পেটে ছিলাম
তুমি না জন্ম দিলে মা, কি ভাবেই বা পৃথিবী দেখতাম
তুমিই আমার মা —
কত‘ই না শাসন করেছিলে মা,
কতই না সহ্য করেছিলে মা
কতই না কষ্ট করেছিলে মা
কতই না দিয়েছিলে সন্তানের দাম
এ ঝৃণ যে শোধ করার নয় মা,
অশ্রু ঝড়লেই যে তোমারই দুধ পান করতাম
তুমিই আমার মা —
শৈশব গড়েছো মা উচিত শিক্ষা দিয়ে
তার দাম দেয় মা তোমার সন্তান যৌবনে ফিরে
তুমিই আমার মা —
বাড়ি ফিরে, দরজা খুলতেই, যখন তোমার মুখ দেখি
হয়তো তোমার মৃত্যুর আর এক মিনিট আছে বাকি
তখনও মনে হয় মা তোমার লগে সেই শৈশবে ফিরি
তুমিই আমার মা —
মা,ও মা ! তুমি কি শুনো না আজ, সন্তানের কান্না
সবাই বলে তুমি নাকি নেই,
ও মা উঠো না, আমি যে এখন বড় এতিম মা
কে-ই বা আর শাসন করবে তুমি ছাড়া
তুমিই আমার মা —
মা, এখন তোমার সন্তান অনেক বড় হয়েছে গো মা
[]
মা, আজ অনেকদিন হলো তোমায় দেখি না
মা, আজ অনেকদিন হলো তোমায় মা বলে ডাকি না
মা, আজ অনেকদিন হলো তুমি শাসন করো না
মা, আজ অনেকদিন হলো কেউ বুকে জড়ায়ে, বাবা বলে ডাকে না
মা, অনেকদিন হলো কেউ বলে না খেয়েছিস কি না
মা, এখন আর ব্যাথা পেলে কাঁদি না
মা, আজ আর কেউ বাধা দেয় না
মা, এখন আর কেউ কোন কিছুতেই না করে না
মা, এখন আমায় স্বাধীনতা দিয়েছো তাই না
কিন্তু মা, এই স্বাধীনতা যে প্রয়োজন ছিলো না
তুমিই আমার মা —
মা, তুমি বড় নিষ্ঠুর মা ; এতক্ষণ ধরে তোমায় বলি,
কৈ তুমি তো কিছু বলো না !!
ও‘হ আমি তো ভুলেই গিয়েছি মা, তুমি তো আর নেই
মা, তোমায় কোনদিন মুখ ফুটে বলা হয়-নি
তোমাকেই অনেক ভালোবাসি মা, অনেক,অনেক ভালোবাসি মা ।
কারণ — তুমিই আমার মা !!