এই শহরে উদাসীন আমি :
আমাকে রেখে দাও কবরের লাশের পাশে !
মস্তিষ্ক কে সুরক্ষা সেবা দিতে — দুর্দশাগ্রস্ত জীবন
কূল-কিনারা হীন প্রচেষ্টা — নিখোঁজ আজীবন !
আমাকে বিলুপ্তি দাও সভ্যতার কাছে
কিংবদন্তির মতো তোমাদের নিকট
আবারও ফিরবো সভ্যতার পরিবেশে !
আমাকে বেচে দাও টাকার কাছে
ক্ষুদার্থ পাকস্থলী নিয়ে আমি
তোমাদের রক্ত চুষে নেবো,
সে-ই লাশের পাশে বসে ।
আমাকে বেচে দিলে তোমাদের এই সভ্যতার যুগে
কেউ কাউকে খুনি বলার সাহস রাখবে না ।
মরণের অঙ্গীকার কেড়ে নেয় কবর ;
আমার অঙ্গীকার কেড়ে নেয় তোমাদের হিংস্র সভ্যতা ।