কিছু কিছু মানুষ,
মানুষ পোড়ানোর অসম্ভব ক্ষমতা নিয়ে আসে,
তারা সৌন্দর্যের গন্ধ গানে মুগ্ধ করে,
মিথ্যে অভিনয়ের ছলনা বলে হেসে খেলে মানুষ পোড়ায় ভালোবেসে;
কিছু কিছু মানুষ- মানুষ পোড়ানোর অসম্ভব ক্ষমতা নিয়ে আসে,
তারা তাদের কষ্ট বেদনা মোচনের স্বভাবগত আচরণে পৃথিবীকে নরক জ্বালায় জ্বালিয়ে তোলে,
নরকের ধবধবে আগুন নরম ফুল হয়ে কামনার রোশানলে ধ্বংসের লোভে তেঁতে থাকে,
আবেগে কিংবা মুগ্ধ মাদব্বরে কেউ তার কামনায় জমানো প্রেম ঢেলে দিলে- আমৃত্যু জ্বলে মারে,
কিছু কিছু মানুষ,
মানুষ পোড়ানোর অসম্ভব ক্ষমতা নিয়ে আসে!

শীতের দিনে আগুন করণ নরকের ফুলে,
সবাই মুগ্ধ তাকিয়ে থেকে,
প্রেম জাগিয়ে আবেগে গলে পরে,
উষ্ণ আদর উষ্ণ যাতনে অলুপ্ত সুখে যায় ভেসে,
কিন্তু গ্রীষ্ম এলেই তারা তাঁতিয়ে ওঠে- হ্নদয় যায় পুড়ে!

মনের জ্বরে জ্বলন্ত মানুষ,
ছলনাময়ী মিথ্যে দেবীর মিথ্যে আশে-
আজীবন মিথ্যের শোকে জ্বলে পুড়ে ধুকে ধুকে মরে;
কেউ কেউ সৈতে না পেরে অকালে যায় ঝরে