চার দিগন্তের জমিন জুড়ে গাছে গাছে দেখি নব-পুষ্প ফুটেছে ;
সবুজে ঘেরা সোনালী রশ্মি — আহ কি অধীর আকুলে ঘ্রাণ ছড়াচ্ছে
হলুদের নানা শেড,কালচে লালের ছিটেফোঁটা দেওয়া রক্ত গাঁদা
রঙের ছড়াছড়ি যেন বাহারি রঙের জিনিয়া
অনেকগুলো পাপড়ি আর একাধিক রঙের মিশ্রণে ডালিয়া
আরও রয়েছে নানা রঙের, হরেক রকমের ফুটিছে চন্দ্রমল্লিকা ।
ফল গাছে ফুটিছে গুচ্ছ বদ্ধ ফুটি ফুটি স্বর্ণ মুকুল
সুবাসের উন্মাদনায় উন্মাদ ভ্রমর— অধীর আকুল
দৈখিন সমীরণও আত্মহারা তাদের গন্ধে,
সুখ জাগে অন্তরে — চিত্তচাঞ্চল্যতায় করুন মুগ্ধে
সবুজে ঘেরা সোনালী আঙিনায়—
কবিও নির্ঘুম,উন্মাদ, আত্মহারা মুগ্ধ তায় — বন্দী দিন-রাত ;
বিভোর হয়ে লিখে যায় কবিতা বসন্তের নব পুষ্প সাজ।