মিথ্যা মায়ায় লেপটে থাকে ভয়ংকর সব স্মৃতি ;
মানুষ লোহিত অগ্নি পুড়া হয়রান —
আর নাম দেয় তার প্রীতি
ভয়ংকর সব লীলা-খেলায় হোক ভাগ্যের দোয়ায়
নিজ নিজ আপন মনে ভুগি—মাপি অন্যের জায়গায় ।
অশ্রু মুছে কাটায় দিন-রাত্রি, বেমানান এই অভ্যাস
হাহাকার এর উত্তাল ঢেউ ;
অস্তিত্ব ভুলেই যেন সমুদ্রের গভীরে নিবাস ।
এসব মস্তিষ্কের স্নায়ুকোষ জুড়ে আপাতত বোঝা হয়েছে
আর না পারি সইতে, না পারি গিলে হজম করতে
অন্ধ অস্তিত্বের জগৎ, অধৈর্য এখন ;
সহনীয় বেদনার গর্জনে —
সর্বদাই যেন নিক্ষেপ করি অস্তিত্বের দুর্ভিক্ষে !