তোমরা মুছে দাও আমার অস্তিত্ব — আমার ছবি
তোমরা ভুলে যাও আমাকে — কে`ই-বা ছিলাম আমি
— আমি যে যৌবন ভুলে শৈশব মনে রাখি !
আমি আবার ফিরে আসতে চাই এই পৃথিবীতে !
আমি আবার নতুন করে ফিরে পেতে চাই, নিজেকে ;
— আবারও ফিরে পাবো শৈশব আর তোমাদেরকে !
আমি আবারও হাসবো সেই অট্ট হাসি,
আমি আবারও জুড় গলায় বলবো ভালোবাসি ;
— আবারও ফিরে পাবো সবুজে ঘেরা সোনালী সূর্যরশ্মি !
আমি আবারও বাঁচাবো প্রাণ খুলে,
আমি আবারও বেঁচে থাকবো তোমাদের অন্তরে ;
— আবারও বাঁচাবো এই পৃথিবীকে নিজের অস্তিত্ব ভুলে !
আমি আবারও কাঁদবো সেই হাড়ভাঙ্গা কান্না,
আবারও চোখে জড়াবো সেই কালবৈশাখীর বন্যা !
— এসব স্মৃতি রেখে আবার যৌবনে ফিরবো টের-ই পাবে না !