দ্যাখো সম্পর্কটা —
আজ আমাদের দূরত্ব ঠিক ততটা ;
পাহাড়ের চূড়া থেকে নীল দিগন্ত যেখানটায় আঁকা !
দ্যাখো আমাদের স্মৃতি —
নির্জনতার আঁধারে হারিয়ে যাচ্ছি ;
মানুষ নিঃসঙ্গতায় যেভাবে বলে বেচে আছি !
দ্যাখো লোহিত অগ্নিকুণ্ড —
বুক চিড়ে কতখানি ক্ষত;
তবুও সয়ে যায় নীরবে কান্নার মতো ।
শোন অবেলায় —
আঁখিতে যেন মায়া ভরা
অসীমে হারায়ে নিজেই পোড়া ছাই !
জানো কি তুমি —
অপেক্ষায় থাকি যে আমি, তুমি আসবে বলে ;
যেভাবে রাত পোহালে সূর্যের কিরণ দেয় ভোর হলে !
আকাশ পানে তাকিয়ে —
আমি এখনো স্বপ্ন বুনি তোমায় নিয়ে ;
যেভাবে মানুষ তার স্বপ্ন কে বেঁচে দেয় টাকার কাছে !
তোমায় নিয়েই সব গুঞ্জন —
হীনমন্যতায় ভুগছে এই জীবন ;
''তোমারে পেয়ে গেলেই আর হারাতে দেবো-না'' করি যে এই পণ ।