যে হারিয়ে গেছে
দেশ থেকে এসেছিলো
রাজধানীতে,
নাকফুল পরে গেছে রাজপথে।
দেশ এনেছি দেশ এনেছি
শুধুই তোমার জন্যে।।
দেখেছো কি তাকে?
অলি-গলি ফুটপাতে,
নিত্য রাতে বাসর সাজায়,
বেঁচে থাকার জন্যে ।
গতর সাজে পন্যে।
দেশ এনেছি দেশ এনেছি
শুধুই তোমার জন্যে।।
ওরা কেন পথকলি ?
ওরা কেন টোকাই ?
কাহারে শুধাই।
বৃথাই ওদের জীবন শুধু
গান কবিতার জন্যে।
দেশ এনেছি দেশ এনেছি
শুধুই তোমার জন্যে।।