ফুল
তুই ফুটিস বলে বনের ভীতর
কালো ভ্রমর ভ্রমন করে।
ফুল
তুই ঝরিস বলে চোখের ভীতর
কালো শহর চশমা পরে।
ফুল
তুই ফুটিস বলে মনের ভীতর
খুশির খবর হাওয়ায় ওড়ে।
ফুল
তুই ঝরিস বলেই খাঁচার ভীতর
অচিন পাখি কেঁদে মরে।
ফুল
তুই ফুটিস বলেই কথার ভীতর
ছন্দ মুখর কাব্য গড়ে।
ফুল
তুই ঝরিস বলেই ঝড়ের রাতে
মনের শিকড় উপড়ে পরে।
ফুল
তুই ফুটিস বলেই একের ভীতর
স্বপ্ন সাগর প্রস্থে বাড়ে।
ফুল
তুই ঝরিস বলেই তাসের ঘরে
কাঁচের নগর ভেঙ্গে পরে।
ফুল তুই ফুটিস যদি ঝরিস কেন
অবুঝ মনে প্রশ্ন বাড়ে।